সক্রেটিসের সেরা ১০ উক্তি
* নিজেকে জানো।
* টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।
* তারা জানে না যে তারা জানে না, আমি জানি যে আমি কিছুই জানি না।
* পৃথিবীতে শুধু একটিই ভালো আছে, জ্ঞান। আর একটিই খারাপ আছে, অজ্ঞতা।
* পোশাক হল বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান।
* আমি কাউকে কিছু শিক্ষা দিতে পারব না, শুধু তাদের চিন্তা করাতে পারব।
* বিস্ময় হল জ্ঞানের শুরু।
* বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।
* সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে অটল থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে।
* তুমি যা হতে চাও তা–ই হও।
Comments
Post a Comment