Posts

Showing posts from March, 2019

শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল

Image
শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস-৩৪৮৩৫, দোয়াত কলম-৩১৯১৪, নৌকা-১৪৮৭০, মোটরসাইকেল-১২৮৯, কুলা-৬১৮ ভোট পেয়েছে। ভাইস-চেয়ারম্যান পদে টিউবয়েল-৪৪৩৭৫, তালা-১৮০১৩, উড়োজাহাজ-১১০৬১, কুলা-৯৫১৮। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-৩৪৭৯৬, ফুটবল-৩২৪৬৮, হাস-২১৯১৭, প্রজাপতি-১০৫৫১ ভোট পেয়েছে।

নারী স্বাতন্ত্র্যবোধ......

Image
অনেককাল অাগে বাংলার প্রথাবিরোধী লেখক ড: হুমায়ন অাজাদ বলেছিলেন,"এদেশে লাইব্রেরীর তুলনায় পার্লারের সংখ্যা দেখলেই বোঝা যায় ;জাতি হিসেবে অামরা কতটা পিছিয়ে"  কেন জানি বর্তমানেও  কথাটার যৌক্তিক প্রাসন্গিকতা খুজে পাই! নারীর সুদীর্ঘকালের অবহেলিত জীবনাচার, মানসিক দ্বাসত্বের পংকিল অাবর্তের অবসান cঘটিয়ে নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়নের যুগে এখনও কেন সমাজে মেয়েদের ব্যাক্তিস্বাতন্ত্যবোধের অভাব প্রকট? যখন মেয়েদের জন্য সবকিছু ছিল............ না! সবকিছুর জন্য মেয়েরা ছিল......না!নারীরা ছিল দ্বাসত্বের শিকলে বন্দী। মেয়েদের সেই অচলাতয়নের যুগেও তো বেগম রোকেয়ার মত সাহসী লেখক মেয়েদের ঘরের বাইরে বেরুনোর সাহস দেখিয়েছেন।বোঝাতে চেয়েছেন নারীর ব্যাক্তিস্বত্বার উপলব্দি। কিন্তু বর্তমানে মেয়েদের সৌন্দর্য প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতা দেখলে (অবশ্য সবাই না, ব্যাতিক্রম সব সমাজে অাছে) মনে হয় নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়নের বৈপ্লবিক পরিবর্তন ঘটলেও নারী/ মেয়ে পুরাতন দ্বাসত্বের শেকল ভেংগে মহা সমারোহে নতুন শেকলে বন্দী। শুধু শেকলটাই নতুন, দ্বাসত্ব সেই মানসিকতার। যে মেয়ে নিজেকে একটু বেশি সুন্দরভাবে ...