বিক্রমপুর অঞ্চলের সভ্যতা ১২৩৯ বছরেরও আগের

উৎখননে প্রাপ্ত প্রত্ন পরীক্ষায় পাওয়া তথ্য মুন্সীগঞ্জের ঐতিহাসিক নাটেশ্বর, রঘুরামপুর ও বল্লাল বাড়িতে উৎখননে বেরিয়ে আসছে একের পর এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উঠে আসছে হরেক রকমের মৃৎপাত্র, ধাতব ও পাথরের বস্তু, উদ্ভিজ্জ ও প্রাণিজ অবশেষ। এসব প্রত্ন পরীক্ষায় তথ্য মিলেছে, নাটেশ্বর বৌদ্ধ বসতি হাজার বছরেরও বেশি পুরনো। দুটি বসতির সময়কাল ৭৮০-৯৫০ খ্রিস্টাব্দ ও ৯৫০-১২২৩ খ্রিস্টাব্দ। সে হিসাবে এই জনপদে সভ্যতার শুরু আজ থেকে ১২৩৯ বছর আগে। মুন্সীগঞ্জে বিক্রমপুর অঞ্চলে ‘প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা’ শীর্ষক কর্মসূচির দ্বিতীয় পর্যায় ২০১৮-১৯ এ আবিষ্কৃত প্রত্নবস্তু নিয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত প্রেস কনফারেন্সে এমন তথ্য তুলে ধরা হয়েছে। অভিমত ব্যক্ত করা হয়েছে, এসব আবিষ্কার মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের প্রাচীন ইতিহাসকে সমৃদ্ধ করবে, বিকাশ ঘটাবে পর্যটন শিল্পের। টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর দেউল এলাকায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে প্রেস কনফারেন্সে উৎখননে আবিষ্কৃত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সঞ্চালনা করেন প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কর্মসূচি...