ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ, ২০০৮ এস.এস.সি ব্যাচের ইফতার ৭ম বারের মতো সম্পন্ন


ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ ২০০৮ এস.এস.সি ব্যাচের ইফতার মাহফিল ৭ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ভাগ্যকুল,বালশুর আলম প্লাজার ভাগ্যকুল চাইনিজ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল হয়।এতে হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ ২০০৮ এস.এস.সি ব্যাচের প্রায় ৩০ জন ছাত্র উপস্থিত ছিলেন।ইফতার পূর্ব মুহূর্তে ব্যাচের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Comments

Popular posts from this blog

বিক্রমপুর অঞ্চলের সভ্যতা ১২৩৯ বছরেরও আগের

বেদনার জাত-ধর্ম নেই, বন্ধ হোক ধর্মের নামে মানবহত্যা

সক্রেটিসের সেরা ১০ উক্তি