শান্তির চেষ্টা'র বিনামূল্যে চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যে অন্যতম সামাজিক সংগঠন শান্তির চেষ্টা'র বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও নারী স্বাস্থ্যের ক্যান্সার প্রতিরোধ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে।আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ভাগ্যকুল মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক নারী,পুরুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শতাধিক নারীর মাঝে বিনামূল্যে জরায়ু মুখে ক্যান্সার পরিহ্মা, রিপোর্ট প্রদানের মধ্যদিয়ে চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও নারী স্বাস্থ্যের ক্যান্সার প্রতিরোধ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব সিরাজুল ইসলাম (সূর্য খান) কাকার উপস্থিত থাকার কথা থাকলে ও অসুস্থতার কারনে তিনি উপস্থিত হতে পারেননি।উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজের অধ্যহ্ম মুজিবুর রহমান তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আবুতাহের ফারুকি,পাবলিকহেলথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ সমির শাহা,প্রফেসর ডাঃ নুরুল গনী,ডাঃ আনোয়ারা খাতুন,ডাঃ নুজহাত তাসনিম,আবুল শিকদার,আজিজুল হাকিম,ইলিয়াস খান,প্রসঞ্জিত সুত্রধর,আবির মৃধা,হাসান রহমান,জহিরুল ইসলাম মিশু,তিয়াশ আহামেদ তামিম,সোহাগ মৃধা,আসিফ হোসেন,রিফাত খান,শেখ তামিম জয়,তানভির কবির তনময়,নূর আলম,মিয়াদ মৃধা,রহিম মাদবর,মনিরুল ইসলাম নিরব প্রমুখ।

সকলের কাছে আমাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও নারী স্বাস্থ্যের ক্যান্সার প্রতিরোধ কর্মসূচীর প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব সিরাজুল ইসলাম (সূর্য খান) কাকার জন্য দোয়া চাই, আল্লাহ্‌ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।এছাড়া ও যারা এই মহতী কর্মসূচী সফল করার জন্য কাজ করেছেন ও সাহায্য সহযোগীতা করেছেন তাদের সকলে'র জন্য রইলো দোয়া ও আন্তরিক ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

বিক্রমপুর অঞ্চলের সভ্যতা ১২৩৯ বছরেরও আগের

বেদনার জাত-ধর্ম নেই, বন্ধ হোক ধর্মের নামে মানবহত্যা

সক্রেটিসের সেরা ১০ উক্তি